৪নং মহিচাইল ইউনিয়নের ভূমি অফিসে কী কী সেবা পাওয়া যায় তা নিন্মে দেওয়া হল।
১। খতিয়ান দেখানো হয়।
২। খসরা খতিয়ান দেওয়া হয় কিন্তু কোন সই মুহুরী খতিয়ান দেওয়া হয়না।
৩। প্রজাদের নিকট হইতে দাখিলার মাধ্যমে কর আদায় করা হয়।
৪। সরকারী খাস সম্পত্তির হিসাব রাখা হয়।
৫। ভিপি তালিকা সংরক্ষন করা হয় এবং অবমুক্ত করা হয়।
৬। বন্ধবস্ত ভূমি হইতে ফ্রি আদায় করা হয়।
৭। প্রজাদের অভিবাবকের পিতার মৃত্যুর পরে ওয়ারিশদের নামে ভূমি খারিজ খতিয়ান প্রদান করা হয়।
৮ ডিসি আর এর টাকা জমা দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস